চট্টগ্রামের লোহাগাড়ায় ৩ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার চুনতি ফরেষ্ট অফিস সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে এই ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
আটককৃত মো. ইব্রাহীম(৫০) চট্টগ্রাম আনোয়ারার রায়পুর দক্ষিণ পরুয়া এলাকার মৃত মো. ইউনুছের ছেলে এবং অন্যজন একই উপজেলার বিলপুর এলাকার মো. মনছুরের ছেলে মো. আমির খসরু(৩০) বলে জানায় সংশ্লিষ্টসূত্র।
লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ৩ হাজার পিস ইয়াবাসহ ২ পাচারকারীকে আটক করা হয়। পাচারকাজে ব্যবহৃত পালসার ব্র্যান্ডের ১টি মোটর সাইকেলও জব্দ করা হয়।’
আরও পড়ুন: স্বামীর সামনেই গণধর্ষনের শিকার নববধূ
আটককৃতদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে একইদিন সকালে আদালতে সোপার্দ করা হয় বলেও জানান ওসি জাকের।