শার্শার বাগআচাঁড়ায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পথসভা করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শেখ আফিল উদ্দিন এর সমর্থকরা। বৃহস্পতিবার শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত আগামী ৭জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এ ৮৫-১(যশোর)শার্শায় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। জনসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য নাজমুল হাসান, শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, বেনাপোল পৌরসভার মেয়র মোঃ নাসির উদ্দিন, যশোর জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অলক সরদার, শার্শা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সালেহ আহমেদ মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, আসাদুজ্জামান বাবলু, কোষাধ্যক্ষ অহিদুজ্জামান অহিদ, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, শার্শা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি এনামুল হক মুকুল, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইন্জিনিয়ার আবুল কালাম আজাদ, কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান ফিরোজ আহমেদ টিংকু, গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবুর রহমান তবি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জনসভায় সভাপতিত্ব করেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস কবির বকুল।