সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৭৬ লাখ ১৯ হাজার ছয়শ ৩৭ জন এবং মারা গেছে চার লাখ ২৪ হাজার দু’শ ৫০ জন। কিন্তু করোনাভাইরাসের কোনো ওষুধ কিংবা টিকা এখন পর্যন্ত আবিষ্কার হয়নি।
এজন্য চিকিৎসার ওষুধ ও টিকা উদ্ভাবনের জন্য হন্যে হয়ে কাজ করছেন গবেষকরা। এরই মধ্যে গবেষকরা জানিয়েছেন, শ্বাসযন্ত্রের সাধারণ কিছু সমস্যা হলে তার জেরে করোনাভাইরাস সংক্রমণ থেকে বাঁচার মতো রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায়। আর এই প্রতিরোধ ক্ষমতা ১৭ বছর পর্যন্ত শরীরে স্থায়ী হতে পারে। সিঙ্গাপুরের ডিউক-নাস মেডিকেল স্কুলের চিকিৎসকরা এ কথা জানিয়েছেন।
ওই চিকিৎসকদের দাবি, করোনা প্রতিরোধ করার ক্ষমতা তৈরি হয়ে গেলে, সেটা সর্বোচ্চ ১৭ বছর পর্যন্ত শরীরে স্থায়ী হতে পারে। আর যাদের হালকা সর্দি লাগছে, সর্দি সেরে গেলে তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাচ্ছে। এতে করে তারা আর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকছে না।
বর্তমানে যাদের সর্দি হচ্ছে, সিঙ্গাপুরের ডিউক-নাস মেডিকেল স্কুলের চিকিৎসকরা তাদেরকে বলছেন বেটাকরোনাভাইরাসে আক্রান্ত রোগী। তাদের করোনা প্রতিরোধী ক্ষমতা তৈরি হচ্ছে। এমনকি তারা করোনা আক্রান্ত হলেও গুরুতর অবস্থা তৈরি হওয়ার ঝুঁকি নেই। সূত্র : ডেইলি মেইল