সনাতন ধর্মালম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ শেষ দিন। বিজয়া দশমীর এ দিনে দেবী দুর্গার বিদায় বেলায় সিঁদুর খেলায় মেতে উঠেছিলেন সনাতন ধর্মাবলম্বী সকল বয়সের নারীরা। মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে ঝিনাইদহ পৌর শহরের কেন্দ্রীয় বারোয়ারী পূজা মন্দির, কালিতলা মন্দির, ব্যাপারীপাড়া সহ বেশ কয়েকটি পূজা মন্দিরে সরেজমিনে গিয়ে দেবী দুর্গার বিদায়ক্ষণে সনাতন ধর্মাবলম্বী সকল বয়সী নারীদের সিঁদুর খেলায় মেতে উঠার দৃশ্য ছিলো চোখে পড়ার মতো।
মঙ্গলবার বিজয়া দশমীর দিন সকালে পূজা-অর্চণা শেষে দেবী দুর্গাকে দেওয়া হয় পুষ্পাঞ্জলী। পুস্পাঞ্জলী শেষে সনাতনী রমনীরা দেবী দুর্গার পায়ে টকটকে লাল সিঁদুর নিবেদন করেন। সিঁদুর নিবেদন শেষে একে অপরকে সিঁদুর মাখিয়ে দেওয়ার খেলায় মেতে ওঠেন। একে অপরের সুন্দর আগামীর জন্য শুভকামনা করেন। সিঁদুর খেলার মাধ্যমে একে অপরের পরিবার, পরিজন, আত্মীয়-স্বজন, সন্তান-সন্ততীর দীর্ঘায়ু কামনা করেন।
মর্নিংনিউজ/বিআইএস