চট্টগ্রামে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ জব্দ; ৫০ হাজার টাকা জরিমানা

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী মাজিস্ট্রেট মো. উমর ফারুক

চট্টগ্রাম নগরের মুরাদপুর আইকন টাওয়ারের এক্সিলেন্ট ওয়ার্ল্ড নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অনুমোদনহীন অবৈধ ওষুধ জব্দ করে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২২ জুন) বিকেলের দিকে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহায়তায় এই অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

এই প্রতিষ্ঠানের মালিক এমএলএম পদ্ধতিতে গ্রাহকদের কাছে মানবদেহের জন্য ক্ষতিকর যৌন উত্তেজক বিভিন্ন ওষুধ বিক্রি করছিলেন বলে জানায় সংশ্লিষ্টসূত্র

নির্বাহী মাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন, নানা প্রলোভন এবং আকর্ষনীয় বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের কাছে এমএলএম পদ্ধতিতে অনুমোদহীন ওষুধ বিক্রি করছিলো প্রতিষ্ঠানটি। এই কারণে প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সব অনুমোদনহীন ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়েছে।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *