চাঁদপুরে একসঙ্গে জন্ম নেয়া ৫ নবজাতকের মৃত্যু

চাঁদপুরের কচুয়ায় পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামের অভাবে একসঙ্গে জন্ম নেয়া ৫ নবজাতকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) রাত ১১ টার দিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ৫ সন্তানের জন্ম দেন উপজেলার আন্দিরপাড় গ্রামের মারুফা বেগম(২৫)। জন্মের কিছু সময় পর পর্যন্ত মা ও শিশু সুস্থ থাকলেও কয়েকঘন্টা পর একে একে সব নবজাতক মারা যায়। প্রথমে ৩ জন একসাথেও পরে বাকি ২ জন মারা যায়।

কচুয়া টাওয়ার হাসপাতালে সূত্রে জানা যায়, ১৫ আগস্ট নরমাল ডেলিভারিতে তাদের হাসপাতালে ৫ সন্তানের জন্ম দেন ওই নারী। জন্মের পরপরই তাদের পর্যবেক্ষণে রাখা হলেও একে একে সবাই মারা যায়। তাদের ইনকিউবেটরের প্রয়োজন হলেও হাসপাতালে তা না থাকায় অক্সিজেন দিয়েই বাঁচিয়ে রাখার চেষ্টা চালানো হয়। পরে আমাদের হাসপাতালে ৩ জন ও অন্য হাসপাতালে নেয়ার পথে বাকি ২জন মারা যায়।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন মারুফা। আর্থিক সমস্যার কারণে ভালো হাসপাতালে নিতে না পারায় ভর্তি করিয়েছিলেন স্থানীয় ওই হাসপাতালে।

কচুয়া টাওয়ার হাসপাতালের ডাক্তার সিনথিয়া সাহা জানান,নির্দিষ্ট সময়ের ৪ মাস আগেই বাচ্চা প্রসব করায় তাদের বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি। পরিপূর্ণ হবার আগেই জন্মলাভ করায় তারা অল্প সময়ের মধ্যে মারা যায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *