চৌগাছায় দূর্গাপূজা উপলক্ষে ত্রাণের চাউলের ডিও বিতরণ

যশোরের চৌগাছায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে ত্রান কার্য(চাউল)-এর ডিও বিতরন করেছেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল(অবঃ) অধ্যাপক ডাঃ নাসির উদ্দীন। রবিবার(১৫অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ ডিও বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) গুঞ্জন বিশ্বাস ও চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি জয়ন্ত বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্র পাল, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, উপজেলা আনসার ও ভিডিবি কর্মকর্তা মমতাজ পারভীন, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক হালদার, সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের আইন বিষয়ক সম্পাদক  সাংবাদিক শ্যামল দত্ত, পাশাপোল পূজা উদযাপন পরিষদের সভাপতি মহাদেব রায় প্রমুখ।
আলোচনা সভা শেষে ত্রাণের চাউলের ডিও বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি নাসির উদ্দীন। এসময় উপজেলার ৪৯টি দূর্গাপূজা মন্ডপে চাউলের ডিও বিতরণ করেন তিনি। সরকারি অনুদান হিসেবে প্রতিটি পূজা মন্ডপে ৫০০কেজি করে চাউলের ডিও বিতরণ করা হয়।

 

মর্নিংনিউজ/বিআই/এমআর

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *