পানছড়িতে অস্ত্রসহ  সন্ত্রাসী,চাঁদাবাজ ইউপিডিএফের সোর্স আটক

খাগড়াছড়ির পানছড়িতে অস্ত্র ও গুলিসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর এক সোর্সকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত কামাল উদ্দিন (৩০) পানছড়ি উপজেলার মুসলিমপাড়া এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল ৫টায় কামাল উদ্দিনকে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের দেওয়ানপাড়া থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর  তল্লাশি করে তার কাছ থেকে একটি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার ও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইউপিডিএফের সোর্স হিসেবে কাজ করার কথা স্বীকার করেছে। তার বিরূদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করবে এবং আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে।

আরও পড়ুন: টাঙ্গাইলে একই পরিবারের ৪ খুনের ঘটনায় ৩ স্বজন গ্রেফতার

তিনি আরও জানান, সাধারণত ইউপিডিএফে পাহাড়িরা কাজ করে, কিন্তু বাঙালি যুবক ইউপিডিএফের সোর্স হিসেবে কাজ করায় সংবাদে জেলায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *