বৃষ্টি উপেক্ষা করে খাদ্য ও পুষ্টির প্যাকেজ নিয়ে প্রসূতির বাড়িতে ইউএনও

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় রোকসানা বেগম (২৭) নামের এক নারী একসঙ্গে তিনটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন গত জুন বিকেলে রংপুর আর্দশ জেনারেল ক্লিনিকে তিনি প্রসব করেন রোকসানা পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল গ্রামের জনাব আলীর স্ত্রী

রবিবার বিকেলে ঐ পরিবারটির খোঁজ খবর নিতে বৃষ্টি উপেক্ষা করে দেখতে আসেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমান।

তিনটি সন্তানের জন্ম দেওয়া ঐ পরিবারটি আর্থিকভাবে অস্বচ্ছল হওয়ায় পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমান খাদ্য ও পুষ্টির প্যাকেজ নিয়ে প্রসূতি ও বাচ্ছাকে দেখতে যান।

এসময় উপস্থিত ছিলেন, বুড়িমারি ইউনিয়ন চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত, পি আই উত্তম কুমার নন্দী ও  ইউপি সদস্য আব্দুস সালাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. মশিউর রহমান বলেন, ‘এটা কোন ত্রাণ নয়, করোনা মহামারির কথা ভেবে নবজাতক ও প্রসূতি মায়ের স্বাস্থ্য সুরক্ষার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুধুমাত্র পুষ্টি সহায়তা দেয়া হচ্ছে।’

সদ্য তিন নবজাতক শিশুর (৮ জুন জন্মগ্রহণকৃত) পরিবারের সহযোগীতার প্রয়োজন হলে সরাসরি যোগাযোগ করতে অনুরোধ করেন তিনি।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *