ময়মনসিংহের তারাকান্দায় সনাতন সেবা সংঘের অভিষেক অনুষ্ঠিত

 

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা বাথুয়াদী শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে (২৬ এপ্রিল) সনাতন সেবা সংঘের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাকিল আহমেদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গৌরীপুর সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, আওয়ামীলীগ নেতা, সনাতন সেবা সংঘের প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা রতন চন্দ্র সরকার, বিসকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহমেদ আলী খান।

সনাতন সেবা সংঘের সভাপতি প্রফেসর নারায়ন চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার নন্দী।এছাড়া সনাতন সেবা সংঘের সাংগঠনিক সম্পাদক মানিক চন্দ্র সরকারের সঞ্চালনায় বেদ স্তুতি পাঠ করেন- সদস্য ত্রপা মজুমদার, পবিত্র গীতা পাঠ করেন সহ-সভাপতি রতন দেবনাথ। সনাতন সেবা সংঘের লক্ষ্য, আদর্শ উদ্দেশ্য তুলে ধরেন সহ-সভাপতি প্রমোদ চন্দ্র ভৌমিক, সংঘের ভবিষ্যৎ কর্মপন্থা তুলে ধরেন সহ-সভাপতি বরুন চন্দ্র দাস।অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির ৩৩জন, উপদেষ্টা ২১জন ও ১০টি ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে উপস্থিত সকলকে ফুল দিয়ে দিয়ে বরণ করা হয় এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দকে দায়িত্বপত্র বুঝিয়ে দেওয়া হয়।

জানা যায়, সনাতন সেবা সংঘ গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, তারাকান্দা, ময়মনসিংহ সদরসহ- চার উপজেলায় দশটি ইউনিটে কার্যক্রম পরিচালনা করে আসছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *