শিবচরে প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার পদ্মার গর্ভে বিলীন

নদীগর্ভে বিলীন হওয়া ২৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: সংগৃহিত

মাদারীপুর জেলার শিবচর উপজেলার চরাঞ্চলে  বন্দরখোলা ইউনিয়নের কাজীরসূরা ২৬ নং সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারটি পদ্মার গর্ভে চলে যায়। এবছর বন্যার প্রথম দিকে এই বিদ্যালয়টিতে অত্র  এলাকার অসংখ্য মানুষ আশ্রয় নিয়েছিল।

মঙ্গলবার (১৮ আগষ্ট) দিবাগত রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

এবছরের বন্যায় একই ইউনিয়নের নুরুদ্দিন মাদবরকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়ের ৩ তলা ভবনটি নদীতে বিলীন হয়েছে। এছাড়াও চরজানাজাত ইউনিয়নের ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের একাধিক স্থাপনা ও ইউনিয়ন পরিষদ, কাঁঠালবাড়ি ইউনিয়নের  ৭৭ নং কাঁঠালবাড়ি সরকারী বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারের ৩ তলা ভবনটিও বিলীন হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দরখোলা ইউনিয়নের কাজিরসূরা এলাকাটি পদ্মার ভাঙনের ঝুঁকিতে রয়েছে। গতরাতে বিদ্যালয়টি পদ্মায় চলে গেলে চরম আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। নদীগর্ভে বিলীন হওয়া বিদ্যালয়টির পাশেই রয়েছে একটি কমিউনিটি ক্লিনিক , বন্দরখোলা ইউনিয়ন পরিষদ ভবন ও কাজীরসুরা বাজারের দোকানপাট।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে এক মুক্তিযোদ্ধাসহ তিন জনের মৃত্যু

২৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী জানান, ‘মঙ্গলবার গভীর রাতে স্কুল ভবনটি নদীতে বিলীন হয়েছে। বিকেলেও ইউএনও,ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান স্কুল পরিদর্শন করেছিল। তখনও স্কুলটি ছিল। বিদ্যালয়টি ভেঙে যাওয়ায় শিক্ষার্থীদের লেখাপড়া চরমভাবে ব্যাহত হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *