শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে ১১ জনের মনোনয়ন জমা

আগামী ২১মে অনুষ্ঠাতব্য দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য শার্শা উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন ও সংরক্ষিত ভাইস-চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। অনলাইনে মনোনয়ন জমা দেয়ার পর ২১ এপ্রিল রবিবার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নয়ন কুমার রাজবংশী এর নিকট এ মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক অধ্যক্ষ ইব্রাহীম খলিল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহারব হোসেন।

ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিন আলম বাদল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিকুল ইসলাম মন্টু ও উপজেলা যুবলীগের শিক্ষা বিষায়ক সম্পাদক তরিকুল ইসলাম মিলন।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, যশোর জেলা যুব মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন ও সংরক্ষিত ভাইস-চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র যাচাই ২৩ এপ্রিল মঙ্গলবার, প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল, প্রতিক বরাদ্দ ২মে এবং ভোট গ্রহন ২১মে ২০২৪ তারিখ অনুষ্ঠিত হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *