৪২তম এবং ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

আজ ‌সোমবার রাতে সরকা‌রি কর্ম ক‌মিশনের ওয়েবসাইটে ৪২তম (বিশেষ) এবং ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

করোনাভাইরাস মহামারিকালে চিকিৎসক সংকট কাটাতে দুই হাজার সহকারী সার্জন নিয়োগ দেওয়া হবে ৪২তম (বিশেষ) বিসিএসের মাধ্যমে। অপরদিকে, বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে ৪৩তম বিসিএসে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় মোট ১ হাজার ৮১৪ পদের চাহিদা পাঠিয়েছে যেখানে শিক্ষা ক্যাডারে পদ সংখ্যা সব থেকে বেশি। এ ছাড়া প্রশাসনে ৩০০, পুলিশে ১০০, পররাষ্ট্রে ২৫, অডিটে ৩৫, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪, সমবায়ে ২০, ডেন্টাল সার্জন ৭৫ জন এবং অন্যান্য ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

৪২তম বিসিএসে অংশ নিতে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান ৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে। আবেদনপত্র জমাদানের শেষ সময় ২৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত। অপরদিকে, ৪৩তম বিসিএসে অংশ নিতে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান ৩১ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে। আবেদনপত্র জমাদানের শেষ সময় ৩০ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *