সাতক্ষীরায় তিন সাংবাদিকসহ ২৯ জনের করোনা শনাক্ত

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে তিন সাংবাদিক, এক কলেজ শিক্ষিকা ও এক র‌্যাব সদস্যসহ ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট ৫৬৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। 

করোনা আক্রান্তরা হলেন, সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান হাবিব, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক অসিম বরন চক্রবর্তী, তার স্ত্রী ছফুরুন নেছা মহিলা কলেজের শিক্ষিকা পম্পাবতী মুখার্জি, দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি এড. দিলিপ কুমার দেব ও এক র‌্যাব সদস্য।

আরও পড়ুন: জেকেজি কেলেঙ্কারি: স্বাস্থ্য অধিদফতরের ডিজি-এডিজিকে ডিবির জিজ্ঞাসাবাদ

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে ওই ২৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

তিনি আরো জানান, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউনের প্রস্তুতি নেয়া হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *