এবারের বাজেট অধিবেশনে সাংবাদিকদের প্রবেশাধিকার থাকছে না। অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
১১ জুন বেলা সাড়ে তিনটায় জাতীয় সংসদে আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপিত হবে।
অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয় ,করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে এবারের বাজেট অধিবেশনে সাংবাদিকদের প্রবেশাধিকার থাকছে না।
সংসদ ভবনের বাইরে পশ্চিম দিকে মিডিয়া সেন্টার থেকে ওই দিন বেলা সোয়া তিনটা থেকে বাজেট ডকুমেন্টস বিতরণ করা হবে। তাই স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট স্থান থেকে বাজেট ডকুমেন্টস সংগ্রহ করার অনুরোধ জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।