ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির স্ত্রী ওলেনা জেলেনস্কি করোনায় আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (১২ জুন) দেশটির প্রেসিডেন্টের দফতর থেকে এ কথা জানানো হয় । বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এবং দুই সন্তানের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে দেওয়া এক পোস্টে ওলেনা লিখেছেন, আজ আমি করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ ফল পেয়েছি। অপ্রত্যাশিত খবর। বিশেষ করে যেখানে আমি এবং আমার পরিবার মাস্ক, গ্লাভস পরা এবং দূরত্ব বজায় রাখার সব নিয়মই মেনে চলছি।
তবে তিনি সুস্থ আছেন। এখন তিনি স্বামী-সন্তান থেকে আলাদা থাকছেন বলে জানিয়েছেন।
এদিকে, দেশটির প্রেসিডেন্ট আপাতত মুখোমুখি সাক্ষাৎ দেবেন না বলে জানিয়েছে তার দপ্তর । আর রাজধানীর বাইরে প্রেসিডেন্টের কাজের ভ্রমণও বাতিল করা হয়েছে।
করোনাভাইরাসে ইউক্রেনে এখন পর্যন্ত ২৯,৭৫৩ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ৮৭০ জন।
আরও পড়ুন: এখন দ্বিতীয় আক্রমণের ভয় যুক্তরাষ্ট্রে