করোনা উপসর্গ নিয়ে এবার প্রাণ গেলো চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ৬০ বছর বয়সী এক কর্মচারীর।
সোমবার (১ জুন) সকাল ৮টার দিকে এক কর্মচারীর মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছেন হাসপাতালটির মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব।
তিনি জানান, করোনা উপসর্গ নিয়ে গতকাল হাসপাতালে ভর্তি হন ওই কর্মচারী। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। সোমবার সকালে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
উল্লেখ্য, এই পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৮৫ জন। রবিবার পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২২৪ জন।