কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এলো নাড়িভুড়ি বের হওয়া মৃত ডলফিন

বালিয়াড়িতে পড়ে আছে নাড়িভুড়ি বের হওয়া মৃত ডলফিন

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে এবার নাড়িভুড়ি বের হওয়া একটি মৃত ডলফিন ভেসে এসেছে।

বুধবার (১ জুলাই) বিকেলে সৈকতের শৈবাল পয়েন্টে মৃত ডলফিনটি বালিয়াড়িতে পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দারা বলেন, ‘হঠাৎ করে সৈকতের শৈবাল পয়েন্টে বিকাল ৫টার দিকে একটি ডলফিন ভেসে আসে। ডলফিনটি মৃত ছিলো। ডলফিনটির নাড়িভুড়িও বের হওয়া ছিল।

সৈকতের শৈবাল পয়েন্টে দায়িত্ব পালনকারি ট্যুরিস্ট পুলিশের সদস্য মিজানুর রহমান বলেন, ‘শৈবাল পয়েন্টে মৃত ডলফিনটি দেখতে পেয়ে স্থানীয় প্রশাসন ও উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

পরিবেশবাদী সংগঠন সেভ দ্যা নেচার অব বাংলাদেশের চেয়ারম্যান আ.ন.ম মোয়াজ্জেম হোসেন রিয়াদ বলেন, ‘ডলফিনটি দেহে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এতে নাড়িভুড়ি বেরিয়ে এসেছে। ডলফিনটি বেশিক্ষণ আগে মারা যায়নি। সাগরে মৎস্য আহরণ নিষিদ্ধ হলেও কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে মাছ ধরার বেশ কিছু ট্রলারকে মাছ ধরতে দেখা যায়। সেগুলোর কোন একটি ট্রলারের জালে আটকা পড়ে বা জেলেদের মাধ্যমে আহত হয়েও ডলফিনটির মৃত্যু হতে পারে।’

আরও পড়ুন: র‍্যাবের পৃথক অভিযানে বিদেশি মদ, ফেনসিডিল ও ইয়াবাসহ আটক তিন

উল্লেখ্য, গেল পাঁচ মাসে বঙ্গোপসাগরের প্রায় ১৫টি ডলফিন ও একটি তিমির মৃতদেহ কক্সবাজার সৈকতে ভেসে আসার তথ্য দিয়েছে পরিবেশবাদী সংগঠন সেইভ দ্যা নেচার বাংলাদেশ। যেগুলোর বেশিরভাগরেই দেহে ক্ষত ও আঘাতের চিহ্ন ছিল বলেও দাবি করেছে পরিবেশবাদী সংগঠনটি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *