আইসিসির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ইমরান খাওয়াজা

ইমরান খাওয়াজা

মেয়াদ শেষে আইসিসির চেয়ারম্যানের পদ থেকে শশাঙ্ক মনোহর সরে দাঁড়াতে নতুন চেয়ারম্যান নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন সংস্থাটির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাওয়াজা।

বুধবারের বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে আইসিসি। ধারণা করা হচ্ছে, নতুন চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়া আগামী সপ্তাহের মধ্যে আইসিসির বোর্ড কর্তৃক অনুমোদিত হবে।

মনোহরের দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে মঙ্গলবার। ২০১৬ সালের মে মাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন খ্যাতিমান এই ভারতীয় আইনজীবী।

প্রথমে দুই বছরের জন্য দায়িত্ব নিলেও ১০ মাস পূর্ণ হওয়ার আগেই তিনি পদত্যাগ করেছিলেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। পরে বোর্ডের অনুরোধে সাময়িকভাবে দায়িত্ব চালিয়ে যেতে রাজি হন। শেষ পর্যন্ত মত বদলে পুরোপুরিই থেকে যান দায়িত্বে।

২০১৮ সালে টানা দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই বছরের জন্য আইসিসির স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত হন মনোহর। তবে এবারের মেয়াদ শেষে আর দায়িত্বে থাকবেন না, আগেই জানিয়ে দেন তিনি।

আরও পড়ুন: আগস্টের আগে ভারত ক্রিকেটে ফিরছেনা: সৌরভ

আইসিসির প্রধান নির্বাহী মানু সাহনি বোর্ড ও ক্রিকেট পরিবারের পক্ষ থেকে মনোহরকে ধন্যবাদ জানিয়েছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *