ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় অটোরিক্সার ২ যাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল ) রাত পৌনে ১১ টার দিকে নগরীর পঁচাপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। এই ঘটনায় এক শিশু আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ জংশন ছেড়ে জামালপুরের দিকে যাচ্ছিল। নগরীর পঁচা পুকুর পাড় রেলক্রসিং এলাকায় একটি ব্যাটারিচারিত অটোরিক্সাকে ধাক্কা দেয় এবং দুমড়েমুচড়ে অটোরিকশা থেকে প্রায় একশো গজ দূরে নিয়ে যায়। এ সময় অটো রিক্সাতে থাকা একজন পুরুষ ও একজন নারী যাত্রী ঘটনাস্থলে মৃত্যুবরণ করে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক খান এ তথ্য নিশ্চিত করেছেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ট্রেনের ধাক্কায় অটো রিক্সায় থাকা এক পুরুষ ও এক নারী মারা গেছে। এই ঘটনা এক শিশু আহত হয়েছে তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।