মহনবী(সা.)-কে নিয়ে কটূক্তি, রংপুরে হিন্দু যুবক গ্রেফতার

রংপুরের বদরগঞ্জে মহানবী (সাঃ)-কে নিয়ে কটূক্তি করায় জয়ন্ত কুমার নামে এক হিন্দু যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি স্থানীয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করেছেন। তিনি পৌরশহরে ৫ নম্বর ওয়ার্ডের কৈলাসপাড়া গ্রামের বাবলু কুমারের ছেলে। পেশায় পানের দোকানদার। পুলিশ ও ফেসবুক সূত্রে জানা গেছে, বুধবার তার নিজস্ব ফেসবুক আইডিতে হযরত মুহাম্মদ (সাঃ)-এর খাবার ইসলামের হারাম এক প্রাণির সঙ্গে তুলনা করে পোস্ট দেয়। এছাড়াও ফেসবুক আইডি থেকে জানা যায়, তিনি নিজেকে একজন ছাত্রলীগ কর্মী হিসাবে পরিচয় দেন। পরে এটি ফেসবুকে স্থানীয়ভাবে ভাইরাল হয়ে গেলে উত্তেজিত জনতা বদরগঞ্জ পৌরশহরে উপজেলা পরিষদের ফটকের সামনে জয়ন্তর পানের দোকানে ভিড় জমায়, বিষয়টি বুঝতে পেয়ে জয়ন্ত দোকান বন্ধ করে পালিয়ে যায়। একপর্যায়ে উত্তেজিত জনতা জয়ন্তের গ্রেফতার দাবিতে স্লোগান দিতে থাকে। বদরগঞ্জ থানা পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে বদরগঞ্জ পৌরসভার ছাত্রলীগের সভাপতি শাকিল হোসেন বলেন, ওই ছাত্রলীগ কর্মীর কোনো পদ পদবি নেই। তিনি আরও বলেন, যে কোনো অপকর্ম ব্যক্তির দায় সংগঠন মেনে নেবে না। এ নিয়ে রংপুর পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী জানিয়েছেন, বিষয়টি জানার পর পুলিশ জয়ন্তকে গ্রেফতার করেছে। ঘটনাস্থলে পুলিশের এএসপি পদমর্যাদার কর্মকর্তা উপস্থিত থেকে এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। পরিস্থিতি শান্ত রয়েছে। এ নিয়ে কেউ যেন কোনো উসকানি ছড়াতে না পারে সে দিকে নজর রাখা হচ্ছে। এটি বিচ্ছিন্ন ঘটনা। এর দায় অভিযুক্তকেই নিতে হবে। পুলিশ তদন্ত শুরু করেছে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লতিফ মিয়া বলেন, জয়ন্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তাকে আইনি প্রক্রিয়ায় রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *