করোনা আক্রান্ত হওয়ার ১৩ দিনের মাথায় করোনা ভাইরাসকে পরাস্ত করলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান। হোম আইসোলেশনে থেকে চিকিৎসকদের পরামর্শমত চিকিৎসা নিয়ে করোনামুক্ত হয়েছেন তিনি।
সোমবার (২২ জুন) দ্বিতীয় দফা নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসার কথা গণমাধ্যমকে জানিয়েছেন সিএমপি কমিশনার নিজেই।
তিনি বলেন, ‘করোনা নেগেটিভ আসলেও আরও ২-৩ আইসোলেশনে থাকবো। চিকিৎসকরা কি বলেন দেখি। তবে দ্রুত কাজে ফিরতে চাই।’
নানা উপায়ে জনকল্যাণ কাজে ব্রতী থাকা এই পুলিশ কর্মকর্তা এবার করোনা আক্রান্তদের সেবায় এগিয়ে আসতে চান প্লাজমা দিয়ে। তিনি বলেন, ‘আমার রক্তের গ্রুপ বি পজিটিভ। আমি করোনা আক্রান্ত রোগীকে প্লাজমা দিতে চাই।’
করোনা আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন থাকলেও এতদিন বাসা থেকেই কাজ করেছেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান। গুরুত্বপূর্ণ বিষয়ে দিক নির্দেশনা প্রদানসহ সার্বক্ষণিক দাফতরিক কাজের খোঁজখবর নিয়েছেন তিনি।প্রসঙ্গত, গত ৯ জুন করোনা পজিটিভ শনাক্ত হন সিএমপি কমিশনার মো. মাহবুবর রহমান। চট্টগ্রামে জনবান্ধব পুলিশিংয়ে তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। করোনার সময়ে তার বিভিন্ন কার্যক্রম ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।