কুষ্টিয়া শহরে ইদ উপলক্ষ্যে শপিংমল খোলা নিয়ে ব্যবসায়ীদের সাথে পুলিশের বাকবিতন্ডা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আজ শনিবার সকাল ৯টার দিকে শহরের এনএসরোডস্থ সমবায় মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১০ মে সামাজিক দুরত্ব মেনে দোকানপাট শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার। ওই সিদ্ধান্তের পর ব্যবসায়ী ও ক্রেতারা আইন না মেনে বেচাকেনা করতে থাকে। এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন পুনরায় বন্ধ করে দেয় শপিংমল ও দোকানপাট।
এরই মধ্যে আজ শনিবার সকাল ৯টার দিকে স্থানীয় ব্যবসায়ীরা নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খুলতে গেলে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা বাধা দেন। এতে ব্যবসায়ীরা পুলিশের ওপর চড়াও হন এবং ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন।
এদিকে, আজ সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে এ নিয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের জরুরি বৈঠক হয়। কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের সভাপতিত্বে ওই বৈঠকে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ। বৈঠকে ইদ উপলক্ষ্যে শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্ত হয়।