কুড়িগ্রামে কৃষক লীগের উদ্যোগে বিভিন্ন জাতের গাছের চারা রোপন কর্মসূচী শুরু হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ কর্মসুচির উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক লীগের রংপুর অঞ্চলের সমন্বয়ক কৃষিবীদ বিশ্বনাথ বিটু।
এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এস এম ওমর ফারুক , সহ-সভাপতি শাহা আলম মন্ডল , সদর কৃষক লীগের আহ্বায়ক নির্মল চন্দ্র সৃষ্টি , কৃষক লীগ নেতা এরশাদ আলী, শহর আলী প্রমুখ ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারা দেশে এক কোটি গাছের চারা লাগানোর অংশ হিসেবে কুড়িগ্রাম জেলায় কৃষক লীগ বিভিন্ন জাতের ১০ হাজার গাছের চারা লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে সকল উপজেলায় তা সম্পন্ন করা হবে।