গ্রাহকের টাকা হাতিয়ে পালানো নাটোরের এনজিও প্রধান কামরুল ইসলাম আত্নসমর্পণ করেছেন।সোমবার রাতে নাটোর থানায় উপস্থিত হয়ে পুলিশের কাছে আত্নসমর্পন করেন তিনি।
সোমবার (১৫ জুন) রাতে নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহা কামরুলের আত্নসমর্পনের বিষয়টি নিশ্চিত করে।
এর আগে গত ১০ জুন গ্রহকের কোটি টাকা হাতিয়ে গা-ঢাঁকা দেন এই এনজিও প্রধান।এ নিয়ে প্রতিদিনই তার বাড়িতে হানা দিতে থাকে ক্ষতিগ্রস্থ গ্রাহক ও কর্মিরা।
চলতে থাকে মিছিল ও মানববন্ধন।এ ঘটনায় কামরুলের বিরুদ্ধে নাটোর সদর থানা ও রাজশাহীর পুঠিয়া থানায় মামলা দায়ের করে ক্ষতিগ্রস্থরা।
নাটোর সদর উপজেলার মাঝদিঘা গ্রামের কামরুল ইসলাম বর্ষা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি ও হেল্প সোসাইট নামে দু’টি এনজিও চালু করে আমানত সংগ্রহ করে তার বিপরীতে ঋণ প্রদান কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে ঢাকার বাসায় চোর ধরলেন মার্কিন নাগরিক
চলতি জুনের শুরুতে গ্রাহকদের অল্প সূদে মোটা অংকের ঋণ সহ সঞ্চয়ের বিপরীতে আকর্ষনীয় মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমান অর্থ সংগ্রহ করেন তিনি।১১ জুন ঋণ দেয়ার তারিক নির্ধারণ করে আগেরদিন আত্নগোপন করেন কামরুল।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, কামরুলের কাছ থেকে গ্রাহকদের অর্থ ফেরৎ দেয়ার ব্যবস্থা করা হবে।