চট্টগ্রামে সৌলভ চৌধুরী নামে ৬৫ বছর বয়সী এক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছেন। তিনি নগরের মোগলটুলি এলাকার বাসিন্দা।
শুক্রবার (২৯ মে) সকাল সাড়ে ৯ টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) মারা যান তিনি।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব মর্নিং নিউজ বিডিকে জানান, করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার (২৮ মে) হাসপাতালে ভর্তি হন ওই রোগী। আজ আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।