স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম সিইপিজেডের একজন কারখানা-মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। যাত্রীবাহী বাসে আসনের তিনগুণ শ্রমিক পরিবহণের দায়ে অভিযুক্ত করা হয় সিয়াম সুপারিয়র লি: নামের ওই কারখানার মালিককে।
বুধবার (৩ জুন) বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তারের নেতৃত্বে নগরের আগ্রাবাদ চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।
ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার মর্নিং নিউজ বিডিকে বলেন, আগ্রাবাদ এলাকায় অভিযান পরিচালনার সময় সিয়াম সুপিরিয়র লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকদের বহনকারী বাসে তল্লাশি করা হয়। ৩৪ আসনের ওই বাসে প্রায় ৫০ জনের মতো শ্রমিকের উপস্থিতি লক্ষ্য করা হয়, যা আরোপ করা স্বাস্থ্যবিধির লঙ্ঘন।
এ কারণে বাসটি আটক করে সিইপিজেডের ওই কারখানায় নিয়ে যাওয়া হয়। সেখানে মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার।
এদিকে ইদের পর কারখানা চালুর প্রথম কয়েকদিন স্বাস্থ্যবিধি মেনে শ্রমিক পরিবহণ করা হলেও মালিকপক্ষের চাপে আজ তিনগুণ শ্রমিক পরিবহণ করা হচ্ছে বলে জানিয়েছেন চালক ও সংশ্লিষ্টরা।
অভিযানে গণপরিবহণে স্বাস্থ্যবিধি না মানায় ৩ জন চালককেও ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।