জেনে নিন মিথ্যা মামলা দায়ের করলে তার প্রতিকার ও শাস্তি

কেউ যদি কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে থাকে এবং তা যদি প্রমাণিত হয় তবে তার প্রতিকার ও শাস্তির বিধান রয়েছে। ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ১৭ ধারা অনুযায়ী এর জন্য শাস্তির বিধান রয়েছে।

মিথ্যা মামলার অভিযোগ দায়ের ইত্যাদির শাস্তি

  • যদি কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তির ক্ষতিসাধনের অভিপ্রায়ে উক্ত ব্যক্তির বিরুদ্ধে এই আইনের অন্য কোন ধারার অধীন মামলা বা অভিযোগ করার জন্য ন্যায্য বা আইনানুগ কারণ নাই জানিয়াও মামলা বা অভিযোগ দায়ের করেন বা করান তাহা হইলে মামলা বা অভিযোগ দায়েরকারী ব্যক্তি এবং যিনি অভিযোগ দায়ের করাইয়াছেন উক্ত ব্যক্তি অনধিক সাত বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন।
  • কোন ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে ট্রাইব্যুনাল উপ-ধারা (১) এর অধীন সংঘটিত অপরাধের অভিযোগ গ্রহণ ও মামলার বিচার করিতে পারিবে।

যদি কোন ব্যক্তি এমন মিথ্যা অভিযোগের কারণে হয়রানীর স্বীকার হয়ে থাকেন, তাহলে এ ধারার অধীনে ব্যবস্থা নিতে পারেন। এতে করে অসাধু লোকজন কাউকে হয়রানী বা আইনের অপব্যবহার করা হতে বিরত থাকতে বাধ্য থাকবে।

এমন অনেক ঘটনাই হরহামেশাই বিভিন্ন সময় সমাজে ঘটে চলেছে। সচেতনতাই কেবল বন্ধ করা সম্ভব এসকল হয়রানি।

মর্নিংনিউজ /আই/শাশি

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *