কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ী বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় আমির হোসেন (৪২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
সোমবার (৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ী বাজারে মোটরসাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। মৃত আমির হোসেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়লই গ্রামের জোবেদ আলীর ছেলে এবং তিনি পেশায় একজন রোলারচালক।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান, কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজার এলাকায় আমির হোসেন মোটরসাইকেলে সড়ক পার হওয়ার সময় রংপুর থেকে কুড়িগ্রামগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আমির হোসেন মারা যান। ট্রাকের চালক দুর্ঘটনার পর পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।