পৌষের শেষে এসে দেশের উত্তরে ঘন কুয়াশার দাপট আর হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় শ্রমজীবি ও নিম্ন আয়ের মানুষজন পড়েছে বিপাকে। রাতে বৃষ্টির ফোঁটার মত পড়ছে কুয়াশা। দুপুর গড়িয়ে গেলেও দেখা মিলছেনা সূর্যের। ফলে ঠান্ডায় কাবু হয়ে পড়েছে মানুষজন। এদিকে রাত ও দিনের তাপমাত্রা প্রায় কাছাকাছি হওয়ায় দুপুর পর্যন্ত ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। এ অবস্থায় শ্রমজীবি ও নিম্ন আয়ের মানুষজন প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে সময় মতো কাজে বের হতে পারছে না।
নিম্ন আয়ের মানুষের অনেকেরই হাতে টাকা পয়সা নাই, শীতের কাপড় কিনতে পারে নাই। কৃষি মাঠে কাজ করতে পারছেনা কৃষাণেরা। ঘন কুয়াশা আর ঠান্ডায় হাত পা বরফ হয়ে যাচ্ছে তাদের, অপর দিকে বাতাস ও কাবু করে ফেলছে।
আবহাওয়া অফিসের মতে, এইরকম তাপমাত্রা আরও কয়েকদিন থাকবে। তবে এ মাসের মধ্যে আরও একটি শৈত্য প্রবাহ উত্তরের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে।