চট্টগ্রাম মহানগরের পতেঙ্গায় র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাবে) এর সাথে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহতের কোন পরিচয় জানা যায়নি।
শনিবার (২০ জুন) মধ্যরাতে আকমল আলী রোডের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ১ লাখ পিস ইয়াবা, ১ বিদেশি পিস্তল , ১টি এলজি, ৬ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
নিহত ওই ব্যক্তি মাদক ব্যবসায়ী ছিলেন দাবী করে বন্দুকযুদ্ধে তাদের আরও তিন সদস্য আহত হয়ে পালিয়েছে বলে জানায় র্যাব।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে আকমল আলী রোডের বেড়িবাঁধ এলাকা দিয়ে লিংক রোড এ উঠার সময় বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়। তার নাম পরিচয় পাওয়া যায়নি। বাকি সদস্যরা পালিয়ে গেছে।