ফকিরহাটে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব নিশ্চিত করণের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও সোনাবাহিনীর একটি দল বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন।
শনিবার দুপুরে ফকিরহাট সদর বাজার, কাটাখালী বাসস্ট্যান্ড মোড় ও বেতাগা বাজার সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাস্ক না পরা, গণপরিবহনে স্বাস্থ্য বিধি না মানা ও সামাজিক দুরত্ব বজায় না রাখাসহ বিভিন্ন অপরাধে বেশ কয়েকজন পথচারী ও গণপরিবহন চালককে জরিমানা প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহিমা সুলতানা বুশরা। এদিন মোট ১৫টি মামলা দায়ের এবং তাদের কাছ থেকে নগদ ৫হাজার ৭শতটাকা জরিমানা আদায় করা হয়।
আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ২৩আরই ব্যাটেলিয়ানের ক্যাপ্টেন মেহেদী হাসান ও সেনাবাহিনীর একটি দল।