ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি) এর ৩৫ জন কর্মচারীকে বহিষ্কার করার প্রতিবাদ আন্দোলনে অংশ নেওয়ায় কর্মচারী ইউনিয়নের প্রথম সারির ৪ জনকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
এ ঘটনায় শনিবার (৩০ মে) সকালে খুলশীতে ইউএসটিসি ক্যাম্পাসের সামনে অবস্থান নেন প্রতিষ্ঠানটির শতাধিক কর্মচারী। পরে তারা ইউএসটিসির চেয়ারম্যানের বাংলোর সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন।
ঘটনাস্থলে থাকা খুলশী থানার উপ-পরিদর্শক সেলিম আল দীন জানান, ‘দেশে করোনাভাইরাস সংক্রমণের শুরুতে ৩৫ জন কর্মচারীকে চাকরি থেকে বহিষ্কার করে ইউএসটিসি কর্তৃপক্ষ। বহিষ্কারের প্রতিবাদে কয়েকদিন আন্দোলন করেন কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা। ওই আন্দোলনে অংশ নেওয়ায় কর্মচারী ইউনিয়নের ৪ সদস্যের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে চারজনকেই বহিষ্কার করা হয়। এর প্রতিবাদে শনিবার সকাল থেকে ইউএসটিসির কর্মচারীরা আন্দোলন করছেন।’