২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ‘ফাঁপা বেলুনের মতো’ বলে মন্তব্য করেছেন বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
বৃহস্পতিবার সংসদে উত্থাপিত ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে বিএনপির সংরক্ষিত মহিলা আসনের এই এমপি বলেন, বাজেট ফাঁপা বেলুনের মতো, অসামঞ্জস্য এবং অপরিকল্পতিভাবে করা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে করোনাভাইরাস মহামারি মোকাবেলায় যে-কোনো জরুরি চাহিদা মেটানোর জন্যে ১০ হাজার কোটি টাকার থোক বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।’ এ বিষয়ে রুমিন ফারহানা বলেন, করোনা সংক্রমণের সময় স্বাস্থ্য খাতে জোর দেয়ার কথা ছিল। কিন্তু স্বাস্থ্য খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে, তা আতঙ্কজনক!
আরও পড়ুন: বাজেটে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়েছে: আমীর খসরু মাহমুদ
প্রস্তাবিত বাজেটে ১০ শতাংশ কর দিয়ে ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ দেয়ার প্রস্তাব করার প্রসঙ্গে তিনি বলেন, এর মাধ্যমে সৎ মানুষদের নিরুৎসাহিত করা হচ্ছে এবং অসৎ মানুষদের উৎসাহিত করা হয়েছে।
২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘উচ্চ বিলাসী বাজেট’ বলেও আখ্যায়িত করেন রুমিন ফারহানা।