এক দিনের ব্যবধানে আরও একটি হাতির মৃত্যুর ঘটনা ঘটলো দেশে।
শনিবার (১৩ জুন) সকালে বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী এলাকার পানির ছড়ায় একটা মৃত হাতি ভাসতে দেখে স্থানীয়রা।
পরবর্তীতে স্থানীয় ইউপি চেয়্যারমান জাকির হোসেন মজুমদারের মাধ্যমে তৎক্ষণাত লামা উপজেলার রেঞ্জ অফিসার হাফিজুল ইসলাম বিষয়টি সম্পর্কে অবগত হয় বলে জানায় স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মজুমদার জানান, ফাঁসিয়াখালীর পানির ছড়ায় একটা মৃত হাতি ভেসে আসে। এলাকাবাসী দেখে আমাকে জানালে সাথে সাথে উপজেলার রেঞ্জ অফিসারকে জানিয়ে দেওয়া হয়।
লামা উপজেলা রেঞ্জ অফিসার হাফিজুল ইসলাম বলেন, একটি বয়স্ক মৃত হাতিকে ছড়ার মাঝে ভাসমান অবস্থায় পাওয়া গিয়েছে। কীভাবে মারা গিয়েছে এখনও জানি না। ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্ত করলে বিষয়টি জানতে পারবো।
উল্লেখ্য, গতকাল (১২ জুন) কক্সবাজার টেকনাফের হ্নীলায় খাবারের সন্ধানে লোকালয়ে নেমে আসা একটি হাতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছিল। বনভূমিতে প্রাণীদের নিরাপদ আবাসস্থল হুমকিতে পড়ায় এসব অপ্রীতিকর ঘটনা ঘটছে বলে মনে করেন পরিবেশবিদরা।