ভারতের তেলেঙ্গানায় এবার কুয়ার মধ্যে ২ শিশুসহ ৯ জন পরিযায়ী শ্রমিকের মৃতদেহ উদ্ধার হওয়ায় রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের মধ্যে ৬ জন বাঙালি রয়েছেন।
পুলিশ সূত্রের খবর, প্রায় ২০ বছর ধরে ওয়ারাংগালে একটি জুটমিলে কাজ করতেন ওই শ্রমিকেরা। বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামেরই একটি কুয়ো থেকে ৪ জন পরিযায়ী শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এরপর শুক্রবার ওই কুয়ো থেকেই ফের উদ্ধার করা হয় আরও ৪ জনের দেহ।
বাঙালি ছাড়াও মৃত শ্রমিকদের মধ্যে ২ জন বিহার ও একজন ত্রিপুরার বাসিন্দা রয়েছেন বলে জানা গেছে।
এসিস্টেন্ট পুলিশ কমিশনার শ্যাম সুন্দর জানিয়েছেন, মার্চ থেকে লকডাউন শুরু হওয়ার পরেই কাজ হারায় ওই শ্রমিকেরা। ফলে অর্থের অভাবে ৯ জন শ্রমিক আত্মহত্যা করে থাকতে পারেন বলে পুলিশের প্রাথমিক ধারণা।