দেশের দর্শনা বর্ডার দিয়ে মালবাহী ট্রেনে ভারতীয় রেলওয়ের র্যাকে ১ হাজার সাতশো এক টন পেঁয়াজ এসেছে।
রোববার (১৭ মে) বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়াজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পেঁয়াজের সাথে আদা, রশুন ও শুকনো মরিচ আসার কথাও রয়েছে। তবে এখনো এসে পৌঁছায়নি।
রেলের অপারেশন বিভাগ সূত্রে আরো জানা যায় , গত ৯ মে থেকে আজ ১৭ মে পর্যন্ত মালবাহী ট্র্রেনে পেঁয়াজ এসেছে মোট ৯ হাজার ৭৩২ টন।
এ সময় ভারতের সাথে সড়ক পথে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বাংলাদেশের আসার অপেক্ষায় শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়ে যায় সীমান্তে। এর মধ্যে বিশেষ করে পচনশীল মালামাল পরিবহণের বিশেষ উদ্যোগ নেয় বাণিজ্য মন্ত্রণালয় ও রেলওয়ে।
উল্লেখ্য, করোনার প্রদুর্ভাব বেড়ে যাওয়ায় গত ২৬ মার্চ থেকে বাংলাদেশের সাথে সব ধরনের পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ রেখেছিল ভারত। এর আগে ১৫ মার্চ থেকে ভারতের সাথে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেয় উভয় দেশ। তবে ২৭ এপ্রিল ভারত নিষেধাজ্ঞা তুলে নেয়ায় ২৮ এপ্রিল থেকে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।