ভ্যাট আইনে নতুন সংশোধনী
দীর্ঘদিন পর অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে সংশোধিত নতুন মূল্য সংযোজন কর (ভ্যাট) আইনের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। নতুন আইনে ভ্যাট প্রদানের জরিমানা প্রদানের সময় ও এখতিয়ার বিষয়ে কিছুটা পরিবর্তন এসেছে। সংশোধনে বলা হয়েছে, এখন থেকে মাসের ১৫ তারিখের মধ্যে ভ্যাট প্রদান না করলে জরিমানা মওকুফ সংক্রান্ত সিদ্ধান্ত জাতীয় রাজস্ব বোর্ড নিতে পারবে, আগে জরিমানা মওকুফ রাজস্ব বোর্ডের আওতায় ছিল না। বৃহস্পতিবার (৭ মে) এই সংশোধনীর অনুমোদন দেয়া হয়।