রংপুরের মিঠাপুকুর উপজেলার ১১নং বড়বালা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ নামের এক যুবক মারা গেছেন। শুক্রবার(১০মে) সকালে ১১নং বড়বালা ইউনিয়নের পূর্ববড়বালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ(১৭) পূর্ব বড়বালা গ্রামের মোঃ সেকেন্দার আলীর ছেলে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, শুক্রবার সকালের দিকে সোহাগ পূর্ব বড়বালা এলাকার মোঃ দৌলত মিয়ার পানি সেচের মটর এর তারের সাথে জড়িয়ে গেলে ঘটনা স্থলেই সোহাগের মৃত্যু হয়। নিহত সোহাগ ১১নং বড়বালা ইউনিয়নের ছড়ান হাই স্কুলের শিক্ষার্থী ছিলেন, এবারে ছড়ান হাই স্কুল থেকে এস,এস,সি পরীক্ষা দিয়েছেন। রেজাল্ট এখনো হয়নি। সোহাগের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে ১১নং বড়বালা ইউনিয়নে চেয়ারম্যান মোঃ তারিকুল ইসলাম সরকার(স্বপন) বলেন, দুর্ঘটনার খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে আসেন। দুর্ঘটনার বিষয়টি সম্পর্কে সঠিক খোঁজখবরের পর দাফনের জন্য অনুমতি প্রদান করেন।