মৃত্যুর আগে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছিলেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। এ কারণে তার মরদেহ সব স্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য বাংলা একাডেমিতে নেওয়াসহ অন্য সব কর্মসূচি বাতিল করা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্তের জন্য প্রযোজ্য স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হবে।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে অধ্যাপক আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আনন্দ জামান বলেন, সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমইএইচ) চিকিৎসকরা রাতেই বাবার শরীর থেকে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করেছেন। নমুনা পরীক্ষায় বাবার শরীরে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণ নিশ্চিত হওয়ার পরে শুক্রবারের সব কর্মসূচি স্থগিত করা হয়েছে। স্বাস্থ্যবিধি অনুযায়ী দাফনের সিদ্ধান্ত নেওয়া হবে শুক্রবার।
তিনি আরও বলেন, রাতে লাশ মর্গে থাকবে। সকালে আমাদের বুঝিয়ে দেওয়া হবে। শুক্রবার এ বিষয়ে নতুন করে সিদ্ধান্ত হবে। তবে সরকারের স্বাস্থ্যবিধি অনুযায়ীই তাকে দাফন করা হবে।
এর আগে, বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান ড. আনিসুজ্জামান। প্রাথমিকভাবে তার মরদেহ বাংলা একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানায় পরিবার। রাজধানীর আজিমপুরে অধ্যাপক আনিসুজ্জামানের বাবার কবরের পাশে তাকে দাফন করার সিদ্ধান্ত ছিল বলে জানিয়েছিলেন আনন্দ জামান। তবে করোনার সংক্রমণ শনাক্ত হওয়ায় সব কর্মসূচিই বাতিল হচ্ছে।