রংপুর নগরীতে ১২০কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন তাজহাট থানার পুলিশ। মঙ্গলবার(১৪ মে),বেলা ১১টার দিকে তুলা গবেষণা কেন্দ্রের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ধনিগাগলা এলাকার আজগর আলীর ছেলে আবদুল হামিদ(৪০) কে গ্রেপ্তার করা হয়।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রবিউল ইসলাম জানান, একটি এক্স টু মিনি কাভার্ড ভ্যান করে গাঁজা পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।