রংপুরের পীরগঞ্জে ৪৫ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার হয়েছে। বুধবার(৮মে) ভোরবেলা রংপুর জেলার পীরগঞ্জ থানার পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ) লোকেশ চন্দ্র দাস এর নেতৃত্বে পীরগঞ্জ থানাধীন ৮নং রায়পুর ইউনিয়নের বাহাদুরপুর মৌজাস্থ বাহাদুরপুর ব্রিজের উপর মাদকদ্রব্য ফেন্সিডিল কেনাবেচার সময় অভিযুক্ত মোঃ রায়হান মিয়া(২৯) ও মোঃ ওমর ফারুক(২৮) উভয়সাং- বাহাদুরপুর, থানা-পীরগঞ্জ জেলা- রংপুরদ্বয়কে হাতেনাতে আটক পূর্বক বিধি মোতাবেক তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৪৫(পঁয়তাল্লিশ) বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি Pulsar 150cc মোটর সাইকেল জব্দ করে।
উক্ত বিষয়ে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় ও অভিযুক্তদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।