রাঙামাটির কাপ্তাইয়ে পদ্ম কুমার চাকমা প্রিমেক্স (৪০) নামে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের এক কালেক্টরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত প্রিমেক্স চাকমা রাঙামাটি সদরের ভেদভেদী উদনন্দী আদামের সুরেশ চন্দ্র চাকমার ছেলে।
সোমবার (৮ জুন) সকালে কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের পাগলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ কাউসার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ওয়াগ্গার পাগলিপাড়ার একটি চায়ের দোকানে তিনজন সশস্ত্র সন্ত্রাসী জেএসএস-এর কর্মী পদ্মকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে।
নিহত পদ্ম জেএসএসের কর্মী হিসেবে কাজ করতেন, তাই জেএসএসের বিরোধী পক্ষ তার স্বামীকে হত্যা করেছে বলে জানিয়েছেন তার স্ত্রী।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন বলেন, কাপ্তাই-রাঙামাটি সড়ক থেকে গুলিবিদ্ধ অবস্থায় পদ্ম কুমার চাকমার মরদেহ উদ্ধার করি।
নাম প্রকাশ না করার শর্তে জেএসএসের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, কিছুদিন আগে তাদের দলের কালেক্টর ত্রিমেক চাকমাকে হত্যা করেছে প্রতিপক্ষ জেএসএস সংস্কারপন্থীরা। তাই তারা প্রতিশোধ-পরায়ণ হয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।