“গাছ লাগাও বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ” এই স্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটি স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে রাঙামাটির বিভিন্ন স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচির-২০২০ ইং উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করে।
শনিবার (২০ জুন) সকালে রাঙামাটি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার।
বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ রাঙামাটি জেলা সভাপতি মোঃ শাওয়াল উদ্দিনের সভাপতিত্বে সভায় রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, জেলা পরিষদ সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক স্মৃতি বিকাশ ত্রিপুরা, জেলা আওয়ামী লীগ নেতা মোঃ নাসির উদ্দিন, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান, ৩নং ওয়ার্ড কমিশনার পুলক দে, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, রাঙামাটি স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলুর রহমান করিমসহ বিভিন্ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় রাঙ্গামাটি জেলা শাখার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাওয়াল উদ্দিন বলেন, রাঙামাটি জেলার ১০ উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১০ হাজার ফলজ ও ঔষধী গাছের চারা লাগানো হবে।