মাদারীপুরের রাজৈরে দাড়িয়ে থাকা ট্রাকে সাথে নসিমনের (থ্রি হুইলার) ধাক্কায় দুইজন নিহত।
মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় আজ বৃহস্পতিবার সকাললে এ দূর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, আজ সকাল ৮ টার সময় রাজৈর উপজেলার টেকেরহাটের তুলাতলা নামক স্থানে দাড়িয়ে থাকা একটি গ্যাস বোঝাই ট্রাকের পিছনে মাদারীপুর থেকে আসা একটি নসিমন সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে ২জনের মৃত্য হয়। খবর পেয়ে মস্তফাপুর হাইওয়ে পুলিশ এসে লাশ ২টি উদ্ধার করে এবং ট্রাক ও নসিমন জব্দ করেন।
মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনর্চাজ দ্বীন মোহাম্মাদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশ ২টি উদ্ধার করি এবং ট্রাক ও নসিমন জব্দ করি। এবং লাশ উদ্ধারের সময় পেয়াজ ব্যাবসায়ি সেলিম খলিফার নিকট ১৮হাজার ৫শত টাকা পাই যা আমাদের কাছে আছে। টাকাগুলি যথাযত ভাবে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর গ্রামের শাহজাহান মুন্সির ছেলে নসিমন চালক সোহেল মুন্সি (৩৮) ও একই উপজেলার উত্তর দুধখালি গ্রামের নুর উদ্দিন খলিফার ছেলে পিয়াজ ব্যাবসায়ি সেলিম খলিফা (৪৫) ।