লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বেংকান্দা এলাকায় ভূট্টা মাড়াই করা মেশিনের ধাক্কায় সুমাইয়া আক্তার নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। সুমাইয়া ওই এলাকার রিপন মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, সকালে ভুট্টা মাড়াই মেশিন নিয়ে বাবুল হোসেন নামে এক মেশিন চালক ভুট্টা মাড়াই করার জন্য রিপনের বাড়ির সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। বাড়ির সামনে সুমাইয়া আক্তার রাস্তার একপাশ থেকে ওপাশে দৌড় দিলে ভুট্টা মাড়াই করা মেশিনের সাথে ধাক্কা লাগে।স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল কর্মরত চিকিৎসক মৃত বলে ঘোষণ করেন।
পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেন।