শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমামুল কবির (শান্ত) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আজ শনিবার (৩০ মে) সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
করোনা শনাক্ত হওয়ায় গত ২১ মে তাকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত ২৭ মে তাকে নেওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে।
তিনি শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসেরও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। স্বাধীনতাযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাও ছিলেন তিনি।
তাকে বনানী কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করার কথা রয়েছে।