দেশে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই হজার ৯১১ জনের করোনাভাইরাস বা কভিড-১৯ শনাক্ত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫২ হাজার ৪৪৫ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৭ জন। মোট মৃত্যু হলো ৭০৯ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২৩ জন। এর ফলে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ১২০ জনে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
স্বাস্থ্য অধিদফতর থেকে জানানো হয়, ১২৭০৪ টি নমুনা পরীক্ষায় ২৯১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সারা দেশে করোনায় আক্রান্ত ৫২৪৪৫জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২৩। মোট সুস্থ হয়েছেন ১১১২০জন। ২৪ ঘণ্টায় করোনায় ৩৭ জনের মৃত্যুতে মোট প্রাণহানি সংখ্যা ৭০৯ জন।
ডা. নাসিমা সুলতানা বরাবরের মতোই করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা, বাইরে বেরোলে হ্যান্ড গ্লোভস পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এরপর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা।