কক্সবাজারের পেকুয়ায় আওয়ামীলীগ নেতা নুরুল ইসলামকে বর্বরোচিতভাবে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত বারবাকিয়া ইউপি চেয়ারম্যান, জামাত নেতা বদিউল আলম জিহাদীর ভিডিও-বার্তায় মিথ্যাচারের প্রতিবাদে সামাজিক দূরত্ব রক্ষা করে সংবাদ সম্মেলন করেছে বারবাকিয়া ইউনিয়ন আওয়ামীলীগ।
শনিবার (৩০মে) বিকেল ৩টার দিকে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে বারবাকিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হোছাইন শামা লিখিত বক্তব্য উপস্থাপনের মাধ্যমে জানান, ‘গতকাল রাতে জামাত নেতা চেয়ারম্যান বদিউল আলম ভিডিও-বার্তার মাধ্যমে মিথ্যাচার করেছেন। উনি ক্ষমতার মসনদ ঠিক রাখার জন্য ভুক্তভোগী নুরুল ইসলামের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে তাকে আওয়ামিলীগ থেকে বহিষ্কার করা হয়েছে বলে গুজব ছড়াচ্ছেন; যা সম্পূর্ণ অসত্য ও বানোয়াট।’
তিনি আরও জানান, ভিডিও বার্তায় চেয়ারম্যান বদি শুরুতেই স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে স্মরণ করতে গিয়ে বঙ্গবন্ধু উচ্চারণ না করে ‘মরহুম মুজিবুর রহমান’ বলাতেই তার জামাতি চেহারা উন্মোচিত হয়েছে।’
এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মুঠোফোনে মর্নিং নিউজ বিডিকে বলেন, ‘বদি একজন কুখ্যাত জামাতি ক্যাডার, যার মাধ্যমে আওয়ামিলীগ নেতা লাঞ্ছিত হয়েছেন। এই জামাত নেতাকে আইনিভাবে মোকাবিলা করা হবে।’
এ সময় বারবাকিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত রোববার (২৪ মে) ধর্মীয় দোহাই দিয়ে জামাতি চেয়ারম্যান বদিউল আলম জিহাদী আওয়ামিলীগ নেতা নুরুল ইসলামকে মধ্যযুগীয় কায়দায় বর্বরোচিতভাবে নির্যাতন করেন।