চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় পাহাড়তলী রেলওয়ের এক কর্মচারীসহ দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সীতাকুণ্ডের সিরাজ ভূঁইয়া রাস্তা মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাহাড়তলী রেলওয়ের ডিজেলশপের (সি-২ গ্রেড) কর্মচারী রাকিব উল্লাহ খান সোহেল ও বরকত উল্লাহ খান।
পাহাড়তলী রেলওয়ের কর্মব্যবস্থাপক (ডব্লিউএম ডিজেল) রাজীব কুমার দেবনাথ বাংলানিউজকে বলেন, রাকিব উল্লাহ খান পাহাড়তলীর রেলওয়ের বাসায় থাকতেন। তিনি মোটরসাইকেল করে সীতাকুণ্ড থেকে চট্টগ্রামে আসার পথে দুর্ঘটনার শিকার হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
সীতাকুণ্ড কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, রাকিব উল্লাহ মোটরসাইকেল চালাচ্ছিলেন আর বরকত উল্লাহ তার পেছনে ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি লরি ও আরেকটি গাড়ির মধ্যে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে বরকত উল্লাহ নিহত হন। রাকিব উল্লাহ খানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।’